নাটোরে আওয়ামী লীগ নেতা হত্যায় গ্রেপ্তার ৪
দুপুরে নিহতের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে লালপুর থানায় হত্যা মামলা করেছেন।
নাটোরের গোপালপুরে আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে গুলি করে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডের পর পরই অভিযানে নামে পুলিশ। এরপর লালপুরের বিভিন্ন জায়গা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয় বলে বুধবার জানান লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লালপুরের শিবপুর খাঁ পাড়া এলাকার মোজাফফর হোসেনের ছেলে মো. লিটন (৪৫), শিবপুর কলেজপাড়া এলাকার খালেক ড্রাইভারের ছেলে মো. তমাল (২২), গোপালপুরের কেবিনপাড়া এলাকার মো. ওহাবের ছেলে মো. রবিউল (৪৪) এবং বিরুপাড়ার প্রয়াত পিয়ারের ছেলে মো. সুমন (২৮)।
মঙ্গলবার রাতে গোপালপুর স্টেশনে একটি কনফেকশনারি দোকানের সামনে গুলি করে হত্যা করা হয় পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে (৪০)। চার থেকে পাঁচজন এসে তার মাথা ও বুকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মঞ্জু গোপালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড নর্থ বেঙ্গল সুগার মিলের পাশের বাহাদিপু এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম-লালপুর সার্কেল) শরীফ আল রাজীব বলে, দুপুরে নিহতের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে লালপুর থানায় হত্যা মামলা করেছেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জন আসামি রাখা হয়েছে।
কোন মন্তব্য নেই