Header Ads


ইনস্টাগ্রামে ১ কোটি অনুসারী, ১৬ বছরেই তারকাখ্যাতি পেয়েছেন ‘ফুল’

 এর আগে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ভিকি ডোনার’সহ বলিউডের বেশ কয়েকটি সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করলেও সেভাবে দর্শকের নজরে আসেননি নিতানশি গোয়েলএর আগে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ভিকি ডোনার’সহ বলিউডের বেশ কয়েকটি সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করলেও সেভাবে দর্শকের নজরে আসেননি নিতানশি গোয়েল


কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ সিনেমায় মূল চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েই নিজের সেরাটা দিয়েছেন এই কিশোরী অভিনেত্রী। ছবিটি মুক্তির পর রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন নিতানশি। ছবিটি প্রযোজনা করেছেন বলিউড তারকা আমির খান

কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ সিনেমায় মূল চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েই নিজের সেরাটা দিয়েছেন এই কিশোরী অভিনেত্রী। ছবিটি মুক্তির পর রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন নিতানশি। ছবিটি প্রযোজনা করেছেন বলিউড তারকা আমির খান


আমির খানের সিনেমায় অডিশনের প্রস্তাব পেয়ে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না নিতানশি। তিনি ভেবেছিলেন, সেটি ভুয়া কল ছিল

আমির খানের সিনেমায় অডিশনের প্রস্তাব পেয়ে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না নিতানশি। তিনি ভেবেছিলেন, সেটি ভুয়া কল ছিল


ইনস্টাগ্রামে বেশ সক্রিয় নিতানশি। অনেক নায়ক–নায়িকার চেয়েও ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা বেশি। এক কোটির বেশি অনুসারী রয়েছে নিতানশির

করোনাভাইরাস মহামারির মধ্যে ঘরবন্দী সময়ে ইনস্টাগ্রামে নিয়মিত ভিডিও পোস্ট করতে থাকেন তিনি। ক্রমেই ইনস্টাগ্রামে জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁকে কয়েকটি টিভি ধারাবাহিকেও দেখা গেছে


করোনাভাইরাস মহামারির মধ্যে ঘরবন্দী সময়ে ইনস্টাগ্রামে নিয়মিত ভিডিও পোস্ট করতে থাকেন তিনি। ক্রমেই ইনস্টাগ্রামে জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁকে কয়েকটি টিভি ধারাবাহিকেও দেখা গেছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.